খালেদ হোসেন টাপু, রামু:
রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের পৃথক অভিযানে ৮ হাজার ৮শ পিচ ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ আগষ্ট) রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোজাহেদুল ইসলামের নির্দেশে এসআই চন্দন চন্দ্র দাশের নেতৃত্বে তুলাবাগান এলাকায় কক্সবাজারমুখী একটি অন টেস্ট সিএনজি তল্লাশি চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ চালক দেলোয়ার হোসেন (৩২) কে আটক করেন। সে টেকনাফ সাতঘরিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে।
শনিবার (৪ আগষ্ট) তুলাবাগান এলাকায় টেকনাফ কক্সবাজার সড়কে কক্সবাজারমুখী একটি টমটম তল্লাশী চালিয়ে ৩ হাজার ৮শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. ইসমাইল (২০) কে আটক করে। মাদক ব্যবসায়ী ইসমাইল টেকনাফ উপজেলার পূর্ব সাতঘরিয়া পাড়ার শামসুল ইসলামের ছেলে।
রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোজাহেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে ৮ হাজার ৮শ পিচ ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করে সিএনজি ও টমটম জব্দ করা হয়। আটক দেলোয়ার ও ইসমাইলের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদ্রকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।