প্রেস বিজ্ঞপ্তি:
সামাজিক সম্প্রীতি, শিক্ষাগুণগতমান বৃদ্ধি, পর্যটনশিল্পের প্রসার ও বিকাশ,আর্থ-সামাজিক উন্নয়ন, মুক্তিযুদ্ধের মুল্যবোধ ও চেতনায় উদ্বুদ্ধ নাগরিক সচেতনতাবৃদ্ধি এবং দেশগঠনের লক্ষ্যে আত্মপ্রণোদিত উন্নয়ন ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন উষা’র (অর্গনাইজেশন ফর সোস্যাল হারমনি এন্ড এডভান্সমেন্ট) ইংরেজী শিক্ষাকার্যক্রম ‘আইলেট’ (ইনোভেটিভ স্টেপস টু লার্ণ ইংলিশ টুগেদার ) প্রথমবারে মত মাধ্যমিক স্কুল পর্যায়ে আয়োজন করতে যাচ্ছে বায়োগ্রাফি রাইটিং কনটেস্ট ।
স্কুল শিক্ষার্থীদের ইংরেজী ভাষায় লিখনদক্ষতাবৃদ্ধি ও সৃজনশীলতা বিকাশে উদ্দেশ্যে ওই কনটেস্ট আয়োজন করা হয়েছে ।
এতে এবারের বিষয় ‘ দি লাইফ অব দ্য ফাদার অব দ্য ন্যাশন , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’(৬০০-১০০০শব্দ) । কক্সবাজার জেলার বিভিন্ন মাধ্যমিক স্কুলের ৭ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে।
আগ্রহী শিক্ষার্থীদের আগামি ৩১ আগস্টের মধ্যে নিজ নিজ স্কুলের ইংরেজী শিক্ষক বা সহকারী শিক্ষকের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক রচনা লিখে নির্দিষ্ট ঠিকানায় পাঠানো অনুরোধ জানানো যাচ্ছে।
উল্লেখ্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অভিজ্ঞ ও ইংরেজী পারদর্শী শিক্ষকদের সমন্বয়ে
গঠিত জুরি বোর্ডের রায়ে নির্বাচিত সেরা প্রতিযোগীদের জন্য রয়েছে আকর্ষনীয় প্রাইজমানি,অভিজ্ঞানপত্র ও ক্রেস্ট।
নির্বাচিত লেখা নিয়ে প্রকাশিত হবে একটি তথ্যবহুল জার্নাল যা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আড়ম্বরপূর্ণভাবে প্রকাশ করা হবে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন , প্রোগ্রাম কো-অর্ডিনেটর , (বায়োগ্রাফি রাইটিং কনটেস্ট) ,আইলেট, ইমেইল :osha2islet@gmail.com, মোবাইল : ০১৮২৯৮৪৯০১৫, ০১৮১৮-৯৯৮৯৯৫ ।