শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:
সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং, মাদক, জঙ্গিবাদের বিরুদ্ধে গনসচেতনতা বাড়াতে এবং কমিউনিটি পুলিশং ফোরামে অগ্রযাত্রাকে আরো বেগবান করতে কক্সবাজার সদর উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ আগষ্ট বিকাল ৪টায় ঈদগাঁও বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জালালাবাদ সভাপতি হাফেজ নুরুল আবছারের কোরআন তেলোয়াতের মাধ্যমে উপজেলা সভাপতি এডভোকেট ছৈয়দ মোঃ রেজাউর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এমইউপি আবদু রাজ্জাকের উপস্থাপনায় আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বৃহত্তর ঈদগাঁও কমিউনি পুলিশিং ফোরামের অফিসার এএসআই মহিউদ্দীন, সদর উপজেলা কমিউনিটি পুলিশের সহ সভাপতি মফিজুর রহমান।
বক্তব্য রাখেন- ১নং ইসলামপুর ইউনিয়নের সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক আনোয়ারুল আজম খোকন, ৪নং ঈদগাঁও ইউনিয়নের সভাপতি মিজানুল হক, সাধারণ সম্পাদক কায়ুম উদ্দীন ডিসেন্ট, ৫নং ইউনিয়নের সভাপতি হাফেজ মোঃ নুরুল আবছার, সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ, ৬নং চৌফলদন্ডী ইউনিয়নের সভাপতি নেজাম উদ্দীন শাওন, সাধারণ সম্পাদক তানজিদ ওয়াহিদ লোটাস, ৭নং ভারুয়াখালী ইউনিয়নের সভাপতি কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান ডালিম প্রমুখ।
এ সময় ইসলামাবাদ ইউনিয়নের সভাপতি সাবেক মেম্বার বশির আহমদ ও সাধারণ সম্পাদক ইউনুছুর রহমান সোহেল, ঈদগাঁও ৪নং ওয়ার্ডের সভাপতি মাহবুবুর রহমান মাবু, ৫নং ওয়ার্ডের সভাপতি নুরুল আলম পুতু, ইসলামপুর ৩নং ওয়ার্ডের সভাপতি নুরুল আবছার, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমানুল হক এ সময় উপস্থিত ছিলেন। সভায় বক্তরা স্ব স্ব ইউনিয়নের আইন-শৃঙ্খলা স্বাভাবিক ও শান্তি বজায় রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।