রিয়াজ উদ্দিন ,পেকুয়া:
পেকুয়ায় দুটি টমটম গাড়ীর সংঘর্ষে মাদ্রাসার ২ ছাত্রী গুরুতর আহত হয়েছে। তাদেরকে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হল: পেকুয়া সদর ইউনিয়নের হরিণাফাঁড়ি গ্রামের শাহ আলমের মেয়ে মোসাম্মৎ জন্নাতুন নাঈমা (১১)। অন্যজন হল একই এলাকার ফরিদ আলমের মেয়ে জন্নাতু(১২)। দুইজনই পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামীয়া আলিম মাদ্রাসার ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর ছাত্রী। আহত জন্নাতুন নাঈমাকে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে রেফার করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই দুই জন ছাত্রী সকাল সাড়ে ৯ টার দিকে নিজ বাড়ি থেকে মাদ্রাসায় হেঁেট আসছিলেন। এ সময় শহীদ জিয়া ক্রীড়া কমপ্লেক্সের নিকটস্থ এবিসি সড়কে চালকগন দুটি টমটম গাড়ী প্রতিযোগিতামুলক ভাবে গাড়ী চালালে একটি টমটম ওই ছাত্রীদের উপর চাপা দেয়। এ সময় তারা রক্তাক্ত জখম হয়। ওই ছাত্রীদের আহতদের ঘটনায় টমটম চালকরা দায়ী বলে স্থানীয়রা জানান। পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আমিনুর রশিদ জানান, এ ভাবে ড্রাইভাররা মনগড়া গাড়ী চালালে তাদের ব্যাপারে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া দরকার। তিনি আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
পেকুয়ায় টমটম গাড়ীর সংঘর্ষে ২ ছাত্রী আহত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।