প্রেস বিজ্ঞপ্তি:

রামু উপজেলার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আমির হামজা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহহির…. রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বুধবার (৮আগষ্ট) রাত ১০টা ১৫ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গতকাল বেলা ২টায় পশ্চিম মেরংলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত কারনে বিভিন্ন রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।

রামু ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া গ্রামের মরহুম সুলতান আহমদের ছেলে মাষ্টার আমির হামজা ১৯৮৪ সালে রামু উপজেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হন। চাকরি জীবনে মাষ্টার আমির হামজা টেকনাফ ও রামু উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে অত্যন্ত সুনামের সহিত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। ১৯৯৪ সালে তিনি রামু পূর্ব রাজারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব্য পালনকালে সরকারি চাকরি থেকে অবসর নেয়। ২০০৭ সালে জোয়ারিয়ানালা ইউনিয়নের নিজগ্রাম উত্তর মিঠাছড়িতে হেল্প বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।

রামু জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি হাসপাতাল পাড়া নিবাসী মাষ্টার আমির হামজা সীতাকুন্ড মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রোকেয়া আক্তার, মেরংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ হারুন ও উত্তর মিঠাছড়ি হেল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আমিনুর রশিদ কাজলের পিতা।

এদিকে প্রবীন প্রধান শিক্ষক মাষ্টার আমির হামজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কক্সবাজার-৩(সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান কামাল শামশুদ্দিন আহমদ চৌধুরী প্রিন্স, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।