নয়ন কান্তি দে
চলি আমরা মাঝ পথে,
রাজার হালে রাজপথে।
আমরাই করি ভুল,
তুলি ড্রাইভারের চুল।
চলি না ফুটপাত হয়ে,
হাটি গাড়ি রাস্তা দিয়ে।
ক্রসিং-সিগন্যাল করি অবহেলা,
এক্সিডেন্টে সারা আমাদের বেলা।
মানি না সিগনাল শুনিনা ট্রাফিকের কথা,
চলি আমরা বেপথে অযথা ।
থাকি না সচেতন,
মৃত্যুতে হয় আমাদের পতন!
লেখক : নয়ন কান্তি দে ,বাংলাদেশ পুলিশ ,প্রাক্তন ছাত্র কক্সবাজার সিটি কলেজ ,বর্তমান চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ(বিএসএস)।