শহিদ রুবেল, উখিয়া:

উখিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৯ আগস্ট মঙ্গলবার দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়।

প্রাপ্ত তথ্য সুত্রে জানা যায়, উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিকের নেতৃত্বে উখিয়া উপজেলা সদর ও কুতুপালং বাজারে পরিচালিত অভিযানে লাইসেন্স না থাকা, মেয়াদবিহীন পণ্য মজুত, জনদুর্ভোগ, যানজট ও নিষিদ্ধ ঔষধ বিক্রির অপরাধে ১১ টি মামলায় ৫০ হাজার ৫ শত টাকা আদায় করা হয়। এইছাড়াও পর্যাপ্ত কাগজপত্র না থাকায় ১ টি সিএনজি, ১ টি টমটম ও ২ টি মোটর সাইকেল জব্দ করা হয়।

সত্যতা নিশ্চিত করে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক জানান, জনকল্যাণে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।