আশরাফুল এমডি
নীল আকাশ রৌদ্রহীনা এমন একটি দিনে
ঘুম চোখে প্রথম খুঁজেছি তোমায় এই ভূবণে।
স্বপ্নের মতো এসে বেঁধেছো মন আমার মনের সাথে
তুমিই প্রথম তোমার হাত রেখেছো আমার হাতে।
দুজনে হারিয়েছিলাম সারাক্ষণ ছোট-বড় অনেক কথাতে
মিশে যেতাম আমরা দুজন সন্ধ্যা-রাতের ঐ তারাতে।
কখনও ভাবিনী ভাল লাগবে এতটা তোমাকে
দিন-রাত ডাকবে কাছে তুমি সারাক্ষণ আমাকে।
অজান্তে এসেছে প্রেম-ছোঁয়া জীবনে আমার
আমায় লেগেছে ভালবাসার অনুভূতি তোমার।
ভাললেগেছে তোমায় দেখে প্রথম দেখায়
যখন দেখেছি তোমায় এক ঝলক আলো-ছায়ায়।
যুগ যুগ পাড়ি দিয়ে আমি খুঁজেছি যে হাঁসি
সেই হাঁসি পেয়েছি তোমার ঠোঁটে সুন্দর রুপসী।
অনেক ঘুরে পেয়েছি তোমায় তুমি আমার প্রেমের প্রতিমা
তোমার দুচোখ যেন কালো মেঘের আর এক ঠিকানা।
সব মিলিয়ে তোমার প্রেম আসছে প্রতিক্ষণে
তোমার প্রেমে পড়েছি প্রথম আমার জীবনে ।
প্রতিক্ষণ চলে যায় প্রবল বায়ুর মত
ভোর আসে ফুল ফোঁটে অজানা কত ।
নদী থাকে থেমে তার জল ছুঁটে যায়
পাখি থাকে ডালে তার কন্ঠ ছড়ায় ।
রাত শেষে সূর্য আসে নতুন ধারায়
এভাবেই জীবনের প্রতিদিন ফুরায়।
তখন ফুরাতে গিয়েও না ফুরায়
যখন মগ্ন থাকি তোমাকে ভাবায় ।
আজ চাই না কোনো অতুল্য প্রাপ্যতার আশা
হৃদয় জুড়ে একটাই কথা প্রথম প্রেম মোনালিসা ।
(উলিপুর,কুড়িগ্রাম)