আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের ইবার পাখতুনওয়ায় রেশমা নামে এক অভিনেত্রী-গায়িকাকে গুলি করে হত্যা করেছে তার স্বামী। তিনি পসতু ভাষার সিনেমায় অভিনয় ও গান করতেন।
দেশটির গণমাধ্যম জানিয়েছে নিহত রেশমা তার স্বামীর চতুর্থ স্ত্রী ছিলেন। হাকিমাবাদ এলাকায় পৈতৃক বাড়িতে ভাইয়ের সঙ্গে থাকতেন এই শিল্পী।
জানা গেছে পারিবারিক বিবাদের জেরে রেশমার স্বামী ওই বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। এ নিয়ে খাইবার পাখতুনওয়ায় প্রায় ১৫ জন মহিলা শিল্পীর আক্রান্ত হওয়ার ঘটনা ঘটলো।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সুনবুল নামে এক মঞ্চাভিনেত্রীকে খুন হন। একটি একটি ঘরোয়া পার্টিতে যেতে অস্বীকার করায় তাকে হত্যা করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।