এম.জিয়াবুল হক, চকরিয়া:
চকরিয়া পৌরশহরে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার বিকাল পৌনে তিনটা থেকে পৌনে ৪টা পর্যন্ত ঘন্টব্যাপী পৌরশহরের আলোচিত হাজেরা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় অবস্থিত ধানসিঁড়ি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক ইয়াবা ব্যবসায়ীরা হলেন, চকরিয়ার লক্ষারচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাদশা মিয়ার ছেলে মোহাম্মদ হুমায়ুন করিব (২৪) ও একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত আমির হোসেনের ছেলে মোহাম্মদ নাসির (২৫)।
অপরদিকে চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে ৮৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উপজেলার ডুলহাজারা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন- চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের ডাকবাংলো এলাকার ছৈয়দ আহমেদর ছেলে মোহাম্মদ হোসেন (২৮) এবং খুটাখালীর দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার আনসার উল্লাহর ছেলে আবদুল হাকিম (২০)।
চকরিয়া থানার এসআই আবদুল খালেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ডুাহাজারা থেকে হোসেনকে গ্রেপ্তার করি। পরে খুটাখালী থেকে আবদুল হাকিমকে গ্রেপ্তার করি। এসময় তাদের কাছ থেকে ৮৪ পিস ইয়াবা বড়ি উদ্ধার করি।
চকরিয়া থানার ওসি (তদন্ত) ইয়াসির আরাফাত বলেন, বুধবার বিকালে চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা পুলিশ চকরিয়া শহরে খাবার হোটেলে অভিযান চালিয়ে ইয়াবা পাচারকারী দুই যুবককে আটক করে। ওইসময় তাদের হেফাজত থেকে ১৭হাজার পিস ইয়াবা ট্যাবলেট করে। এ ঘটনায় ইয়াবাসহ দুই যুবককে থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।