সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজারের চকরিয়া সাংবাদিক ফোরামের ৬ষ্ট দ্বি-বার্ষিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বিগত দীর্ঘ ৩ মাসের ব্যাবধানে আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে আগামী দু‘ বছর মেয়াদের জন্য এ কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে গত ৭ আগষ্ঠ রাতে চকরিয়া পৌর শহরের দুলাল সেন্টারের নীচ তলায় সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির আহ্বায়ক বি এম হাবিব উল্লাহ সভাপতিত্ব করেন। সভার সার্বিক সঞ্চালনা করেন এম নুরুদ্দোজা। মো. রিদুয়ানুল হক ও আবুল মনছুর মো. মহসিনের যৌথ প্রস্তাবের উপর ভিত্তি করে, সভায় উপস্থিত সভ্যগনের সর্ব-সম্মতিক্রমে এবং সকলের হাত তোলা সমর্থনের মধ্যদিয়ে চকরিয়া সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি বি এম হাবিব উল্লাহ কে (দৈনিক আলোকিত বাংলাদেশ ও দৈনিক আমাদের চট্টগ্রাম) পুনরায় সভাপতি ও এম নুরুদ্দোজা কে (কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক দৈনন্দিন) সাধারণ সম্পাদক মনোনয়ন পুর্বক নির্বাচিত করা হয়েছে। একই নিয়মে সভাপতির প্রস্তাবের উপর সভ্যগনের সকলের সমর্থনে সিনিয়র সহ-সভাপতি এম নুরুল হক চকোরী (দৈনিক সোনালী বার্তা ও দি ডেইলি মর্নিং নিউজ) ও সহ-সভাপতি করা নির্বাচন করা হয় এম দিদারুল করিম কে (দৈনিক পুর্বদেশ)। অন্যান্যদের মধ্যে সহ সাধারণ সম্পাদক অলি উল্লাহ রনি (দৈনিক খবরপত্র ও দৈনিক ইনানী), অর্থ সম্পাদক আবুল মনছুর মো. মহসিন (দৈনিক আলোকিত সকাল-চকরিয়া), সাংগঠনিক সম্পাদক মো. রিদুয়ানুল হক (দৈনিক বাংলাদেশ সমাচার ও ডিস্টিক নিউজ), প্রচার সম্পাদক মো. আজিমুল হক আজম (দৈনিক মার্তছায়া), নির্বাহী সদস্য আব্দুল করিম বিটু (দৈনিক বাংলাদেশের খবর) ও মো. জুনাইদুল ইসলাম (দৈনিক আলোকিত সকাল-উপকূল)
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।