সদা সহাস্যমুখের যুবক মোঃ মাঈন উদ্দিন (১৯)। পেশায় সে রাজমিস্ত্রি। গত ৮ জুলাই ২০১৮ ইং তারিখে দৈবাৎক্রমে গাছ থেকে পড়ে কোমড়ে মাংসপেশিতে গুরুতর আহত হয়। মেরুদন্ড ভেঙ্গে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকাল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা করতে গিয়ে ইতোমধ্যে প্রায় ২,৫০,০০০ (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা খরচ হয়ে যায়। তার সুস্থতার জন্য আরো উন্নত চিকিৎসার প্রয়োজন বলে জানায় দেশের খ্যাতনামা চিকিৎসকরা। কিন্তু গরিব মা-বাবা’র পক্ষে সন্তানের ব্যয়বহুল চিকিৎসা খরচ জোগাড় করা সম্ভব হচ্ছেনা। বর্তমানে সে সীমাহীন শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।
এমতাবস্থায়, সন্তানকে সুস্থ করতে উন্নত চিকিৎসার জন্য সবার কাছে আর্থিক সাহায্যের আবেদন জানায় তার মা তফুরা খাতুন।
সাহায্যের আবেদনকারী:-
তফুরা খাতুন, স্বামী: মোহাম্মদ হোছন,
গ্রাম: বাককূম পাড়া (৪নং ওয়ার্ড),
ইউনিয়ন:- খুটাখালী, উপজেলা:- চকরিয়া জেলা:- কক্সবাজার।
সাহায্য পাঠানোর ঠিকানা:-
তফুরা বেগম
একাউন্ট নং, ০২০০০১২৩২৮২১০
অগ্রণী ব্যাংক লিঃ, খুটাখালী শাখা।
অথবা বিকাশ নং- ০১৮৭৬ ৭৯২৫০৩