শাহজালাল শাহেদ, চকরিয়া:
চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার শিক্ষক প্রবীণ আলেমেদ্বীন চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড বিনামারা নিবাসী ক্বারী মাওলানা নজির আহমদ (৮০) এর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৭ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে চকরিয়া পুরাতন বিনামারা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম, চকরিয়া কলেজের অধ্যক্ষ এ.কে.এম গিয়াস উদ্দিন, আমজাদিয়া মাদরাসার শিক্ষক মাওলানা ছাবের আহমদ ও চকরিয়া কলেজের অধ্যাপক মো. সাহাবউদ্দিন।
এতে চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফয়েজ উল্লাহ নূরী, চকরিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব রেজাউল হক সওদাগর, চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, চকরিয়া এশিয়ান হসপিটালের ব্যাবস্থাপনা পরিচালক মো. শামশুল আলম, শিক্ষকতা জীবনের প্রতিষ্ঠান আমজাদিয়া মাদরাসার অসংখ্য শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। পরে পুরাতন বিনামারা কেন্দ্রীয় জামে মসজিদস্থ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
ক্বারী মাওলানা নজির আহমদ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (৭ আগষ্ট) বেলা আড়াইটার দিকে নিজ বাসভবনে ইন্তিকাল করেন।
এদিকে বিশিষ্ট আলেমেদ্বীন ক্বারী মাওলানা নজির আহমদের ইন্তিকালে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি হাজী মোহাম্মদ ইলিয়াছ, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া আনোয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ ও জাতীয় ইমাম সমিতি চকরিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী আল আযাহারী, জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা উত্তরের আমীর মাওলানা ছাবের আহমদ, দক্ষিণ আমীর মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক ও জামায়াত নেতা আরিফুর রহমান চৌধুরী মানিক।