কুতুবদিয়া সংবাদদাতা:
মাদকের মামলায় পলাতক কুতুবদিয়া কৈয়ারবিল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম টিটু (৩৪)কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ আগষ্ট) বিকেল ৩ টার দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেফাতার করা হয়েছে।
ইউপি সদস্য নজরুল ইসলাম টিটু মধ্য কৈয়ারবিল এলাকার নুরুল আলমের ছেলে।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদৌস সাংবাদিকদের জানান, ‘টিটু একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। একটি মাদক মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এলাকায় আসার খবর পেয়ে গ্রেফতার করা হয়।