মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার ডুলাহাজারায় ৫৬ টি ইয়াবাসহ মোহাম্মদ হোছন (৩৮) নামে এক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিনগত রাত ১০টার দিকে অভিযান চালানো হয়।
ধৃত ব্যক্তি ইউনিয়নের ৫নং ওয়ার্ড ডাকবাংলা পাড়ার ছৈয়দ আহমদ প্রকাশ ছৈয়দ মাঝির ছেলে।
অভিযান পরিচালনাকারী চকরিয়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আবদুল খালেক বলেন, মোহাম্মদ হোছন দীর্ঘ সময় ধরে এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছে বলে অভিযোগ ছিল। গোপন তথ্যের ভিক্তিতে অভিযান চালানো হয়।
এব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বকতিয়ার উদ্দিন চৌধুরী এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান।