ইফতেখার শাহজিদ , কুতুবদিয়া্ :
কুতুবদিয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ আগষ্ট) উপজেলা সদর বড়ঘোপ নয়াপাড়া(অমজাখালী) গ্রামে পানি ডুবির ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ওই গ্রামের খোকন দাশের আড়াই বছর বয়সী শিশু কন্যা সঞ্চিতা দাশ বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরে তালাশ করে ডোবা থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি মৃত বলে জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।