সংবাদ বিজ্ঞপ্তি:
টেকনাফে উপজেলার জলবায়ু ফোরামের দ্বি-বার্ষিক সভায় জেলা টিমলিডার মকবুল আহমদ বলেন, বৃটিশ কাউন্সিলের সহায়তায় কোস্ট ট্রাস্ট কক্সবাজার জেলার ৪টি উপজেলা কক্সবাজার সদর, টেকনাফ,চকরিয়া ও কুতুবদিয়া উপজেলায় জলবায়ু অর্থায়ন ও বাস্তবায়নের স্বচ্ছতা অর্জন কৌশল প্রকল্পের দ্বিতীয় ফেইজ এর কার্যক্রম পরিচালিত করে আসছে। এ প্রকল্পের উদ্যোগে আগামী দিনগুলোতে টেকনাফে দূর্যোগ প্রশমন দিবস পালন, দূর্যোগ প্রশমন ও পরিবেশ সংরক্ষণমূলক প্রকল্প বাস্তবায়নের তালিকা সংগ্রহ করা, টেকনাফ পৌরসভার ময়লা ব্যবস্থাপনার দাবী ও কায়ুকখালী খাল খননের দাবীতে মানববন্ধন করার সিদ্ধান্ত নিতে হবে।
৭ আগষ্ট বিকাল ৩টায় কোস্ট ট্রাস্ট কার্যালয়ে জলাবায়ু অর্থায়ন ও বাস্তবায়নের স্বচ্ছতা অর্জন কৌশল প্রকল্পের আওতায় আয়োজিত সভা জলবায়ু ফোরামের সভাপতি মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রোগ্রাম অফিসার আবু কায়সার পরিচালনায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সি: সহ-সভাপতি আলহাজ্ব নুরুল হুদা, সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার, সদস্য জাবেদ ইকবাল চৌধুরী, নুরুল হোসাইন, শফিকুর রহমান, থোয়াইঅং, মোহাম্মদ এমরান, আজিজা আক্তার, মোস্তফা, রেনু আক্তার, শিক্ষক সাইফুল ইসলাম, কোস্ট টাস্টের ম্যানেজার মো: রফিক প্রমূখ।
টেকনাফে জলবায়ু ফোরামের দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।