কায়সার হামিদ মানিক,উখিয়া:
গোপন সংবাদের ভিক্তিতে উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় ১০ হাজার টাকা জরিমানা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে। মঙ্গলবার ভোর রাতে উখিয়া থানা পুলিশের সহকারী উপ- পরিদর্শক দিদারুল আলমের নেতৃত্বে একদল পুলিশ উখিয়ার কোটবাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলার রত্নাপালং ইউনিয়নের তেলীপাড়া গ্রামের মোঃ জলিল আহম্মদের ছেলে রশিদ আলমকে আটক করতে সক্ষম হয়।
এব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের সাজাপ্রাপ্ত আসামী আটকের সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত আসামীকে দুপুরে জেল হাজতে প্রেরন করা হয়েছে।