মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া
মানুষ হাজার বছর ধরে বেঁচে থাকে তাহার কর্মের মাঝে। সেই বেঁচে থাকা দিন নয়, মাস নয়, হাজার বছর, আরো বেশি…। অবিশ্বাস্য ঘটনা ঘটেছে আজ পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে।
আজ ৭ আগষ্ট সকাল ১০ ঘটিকার দিকে মগনামা উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে এসে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সম্মুখে বিদ্যালয়ের অপরিচ্ছন্ন টয়লেট পরিষ্কার করলেন খোদ ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম। বিভিন্ন সময় ইউপি চেয়ারম্যান মগনামা উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে গেলে স্কুলের প্রধান শিক্ষক ও ৪র্থ শ্রেণীর কর্মচারী, ক্লাস রুম ও টয়লেট পরিষ্কার রাখার জন্য অনুরোধ জানান। কিন্তু অদ্য ০৭/০৮/২০১৮ ইংরেজী তারিখ সকাল ১০ ঘটিকার দিকে চেয়ারম্যান বিদ্যালয় পরিদর্শনে গেলে টয়লেট অপরিষ্কার দেখলে স্কুলের ৪র্থ শ্রেণীর কর্মচারী/নির্বাচিত ছাত্র প্রতিনিধি ও ছাত্র ছাত্রী ও শিক্ষকদের উপস্থিতেই নিজেই তাৎক্ষনিক ভাবে টয়লেট পরিষ্কার কাজে নেমে পড়েন খোদ ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী।
মগনামা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, বিদ্যালয়ের টলয়েট অপরিস্কার দেখে চেয়ারম্যান সাব নিজেই পরিস্কার করতে কাজে নেমে পড়েন। দেশে এধরনের জনপ্রতিনিধি দরকার। সাব্বাস ইউপি চেয়ারম্যান ওয়াসিম।