মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলায় ইঞ্জিন চালিত যাত্রীবাহি একটি নৌকা ডুবিতে সর্বশেষ নিখোঁজ রেংপং ম্রোর (৪০) লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজের তিনদিন পর মঙ্গলবার দুপুরে মাতামুহুরী নদীর মেউলারচর পয়েন্ট থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। রেংপং ম্রো উপজেলার লামা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি তাউপাড়ার বাসিন্দা চিংক্রাত ম্রোর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার ওপর দিয়ে বয়ে চলা মাতামুহুরী নদী পথে লামামুখ বাজার এলাকা থেকে পোপা হেডম্যান পাড়ায় যাওয়ার সময় একটি যাত্রীবাহি নৌকা ডুবে তিনজন নিখোঁজ হন। নিখোঁজ তিন জনের মধ্যে দুই জনের লাশ গত সোমবার উদ্ধার করে পুলিশ। সর্বশেষ মঙ্গলবার দুপুর ১টার দিকে রেংপং ম্রোর লাশ নদীর মেউলারচর পয়েন্টে ভেসে ওঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরুতহাল শেষে স্বজনদের নিকট হস্তান্তর করেন। নৌকা ডুবিতে সর্বশেষ নিখোঁজ রেংপং ম্রোর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা।