প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার শহরে “নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য “মাদার অব এডুকেশন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে র‌্যালি করেছে কক্সবাজার মডেল হাই স্কুল ও কক্সবাজার কে.জি স্কুলের পরিচালনা কমিটি, শিক্ষক- শিক্ষার্থীরা। গতকাল বেলা ১২টায় কক্সবাজার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ রমজান আলীর নেতৃত্বে বিদ্যালয় প্রাঙ্গন থেকে র‌্যালিটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে পুনরায় বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

শিক্ষার্থীদের উক্ত আনন্দ র‌্যালিকে স্বাগত জানিয়ে র‌্যালিতে যোগদেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক, সাংসদ আশেক উল্লাহ রফিক, সাবেক মেয়র নুরুল আবছার, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি রেজাউল করিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জাপানেতা মেহেরুজ্জামান, এম, আবু শামা আজাদ, আব্বাস উদ্দিন, মোশারফ হোসেন দুলাল।

অতিথিবৃন্দ শিক্ষার্থীদের পড়ায় মনোনিবেশ পূর্বক জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারন করে দেশপ্রেমিক হিসাবে নিজেদের গড়ে তোলার আহবান জানান।