শাহিদ মোস্তফা শাহিদ,কক্সবাজার সদর :

কক্সবাজার সদরের ১নং ইসলামপুর ইউনিয়নে এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ৫ আগষ্ট রাত আনুমানিক ১২ টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।সে বর্ণিত ইউনিয়ননের ৫নং ওয়ার্ডের নাপিতখালী জুমনগর এলাকার রমজান আলীর পুত্র শহিদুল ইসলাম শহিদ(১৭) বলে জানা গেছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,শহিদ প্রতিদিনের ন্যায় তার রুমে ঘুমিয়ে পড়ে।রাতে ভাত না খাওয়ায় তার বাবা রমজান আলী তাকে ডেকে তোলার জন্য রুমের পাশে দরজার সামনে গিয়ে অনেকক্ষন ডাকাডাকি করে।কোন প্রকার সাড়া শব্দ না পেয়ে দরজার হুক ভেঙ্গে প্রবেশ করে দেখতে পায় তারা গলায় লুঙ্গি পেঁছানো।পিতার শোর চিৎকারে পরিবারের অপরাপর সদস্যরা এসে তার মৃতদেহ উদ্ধার করে।খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়ার নির্দেশে এস.আই শাহাজ উদ্দীন ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরহতাল রিপোর্ট তৈরী করে। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়,নিহত শহিদুল ইসলামের সাথে পার্শ্ববর্তী এক মেয়ের ৬/৭ বছর প্রেমের সম্পর্ক ছিল।বিষয়টি উভয় পরিবার অবগতও আছে।মেয়েটি শহিদকে বিয়ের কথাবার্তা বলার জন্য তার স্বজনদের বলার অনুরোধ করে।শহিদ অন্য মাধ্যম দিয়ে বিয়ের কথাটি তার বাবাকে বলে।ছেলে বয়স কম হওয়ায় বিয়েতে রাজী হননি বাবা।হয়ত এমন অভিমানে সে আত্মহত্যার পথ বেচে নিয়েছে।ইসলামপুর ৫নং ওয়ার্ডের মেম্বার আবদু শুক্কুর সিবিএনকে তার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ জানায়,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।পরিবারের কোন অভিযোগ ছিল না।বিনা ময়না তদন্তের আবেদন করলে মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।৬আগষ্ট রোববার আছরের নামাজের পর তাকে দাফন করা হয়েছে।