সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজার পৌরসভার রহমানিয়া মাদ্রাসা থেকে লাইট হাউস পর্যন্ত সড়কের বিচ্ছিন্ন অংশের সংস্কার কাজ শুরু করেছেন নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমান। রোববার বিকেলে তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।

এদিকে বহুল প্রত্যাশিত এই কাজটি শুরু হওয়ার ফলে গুরুত্বপূর্ণ সড়কটিতে নিয়মিত যাতায়তকারী স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য বড়ই সুখবর জানান দিচ্ছে বলে মতামত ব্যক্ত করেছেন সচেতন মহল। পাশাপাশি নতুন মেয়রের এমন মহৎকাজ দেখে শত শত বেজায় খুশি এলাকাবাসীও।

কক্সবাজার পৌরসভার সচিব রাছেল চৌধুরী জানান, পৌর এলাকার ৭নং ও ১২নং ওয়ার্ডের বাসিন্দাসহ পর্যটকদের যানজটমুক্ত নিরাপদ যাতায়তের একমাত্র সড়কটি সম্প্রতি ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে বিধ্বস্ত হয়ে যায়। এ কারনে জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছিলো। তাই মানুষের কষ্টের কথা চিন্তা করে আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে নেয়ার আগেই নিজ দায়িত্ব এবং কর্তব্যবোধের জায়গা থেকে পৌরবাসীর সেবা এবং তাদের সমস্যা সমাধানের কাজ শুরু করেছেন নবনির্বাচিত মেয়র।

এসময় কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুল আলম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ, ইঞ্জিনিয়ার বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে এসএম পাড়ার ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ ও পেশকার পাড়া ক্ষতিগ্রস্থ রাস্তা পরিদর্শনসহ বাহারছড়া, ঘোনারপাড়া, বৈদ্যঘোনা, বৃহত্তর নুনিয়ারছড়া, দক্ষিণ রুমালিয়ারছড়া বাঁচামিয়ার ঘোনা, বিজিবি ক্যাম্প, সিকদার পাড়া, বড়–য়া পাড়া, পেতা সওদাগর পাড়া, উত্তর ডিককুল, টেকপাড়াসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সমস্যা চিহ্নিত করণপূর্বক দ্রুত কাজ শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমান।