জহির খন্দকার:
রামু উপজেলার দক্ষিণ মিড়াছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হোয়ারিগোনা গ্রামে ৫ আগস্ট রাত ২ টায় দুর্বৃত্তের গুলিতে এক বৃষক নিজ বাড়ীতে নিহত হয়েছে।নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম(৫২) সে হোয়ারিগোনা গ্রামের মৃত কালু মিয়ার পুত্র।
জানা যায় , ৫ অাগস্ট রাত ২ টায় ৭/৮ জনের অস্ত্রধারী দুর্বৃত্তের দল নুরুল ইসলামের বাড়ীর দরজা ভেঙ্গে ভিতর ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়।গুরুত্বর আহত অবস্হায় গুলিবৃদ্ব নুরুল ইসলামকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করে।ময়না তদন্তের জন্য লাশ মর্গে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রামু থানার সাব-ইন্সপেক্টর সৈয়দ সানা উল্লাহ।তিনি ঘটনাটি পুর্বপরিকল্পিত শত্রুতার জের হিসাবে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে মন্তব্য করেন।
পুলিশ সুপার ড এ কে এম ইকবাল হোসেন রামু থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমানসহ পুলিশের উর্ধতন কর্মকর্তা ঘটনাস্হল পরিদর্শন করেছেন।
মামলার প্রস্তুতি চলছে এই রির্পোট লেখা পর্যন্ত ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা ছিল।