সিবিএন:
কক্সবাজার সরকারি কলেজে আন্দোলনের আড়ালে নাশকতার চেষ্টার অভিযোগে তারেক আজিজ নামে এক শিবির নেতাকে পুলিশ দিয়েছে ছাত্রলীগকর্মীরা। শনিবার সকাল ১১ টার দিকে আন্দোলনের সময় কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে আটক করে। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জাকের হোসাইন বলেন, তারেক আজিজ একজন শিবিরের চিহ্নিত ক্যাডার। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, অস্ত্র , বিস্ফোরক ও একাধিক নাশকতা মামলা আছে। শনিবার সকালের দিকে সে ১২ থেকে ১৫ জন বহিরাগত যুবক নিয়ে সরকারি কলেজে প্রবেশ করে। এসময় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের নামে নাশকতার চেষ্টা করে। পরে তাকে আটক করে পুলিশে ধরিয়ে দেয় হয়।
কক্সবাজার সদর থানার এসআই মনির হোসেন বলেন, ‘সরকারি কলেজে শিক্ষার্থীদের মাঝে ঝামেলা হয়েছে এমন খবর পেয়ে আমি সেখান যাই। এসময় সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতারা তারেক আজিজকে পুলিশের কাছে সোর্পদ করে। সে অরাজকতা তৈরির চেষ্টা করছিল বলে ছাত্রলীগ নেতাদের অভিযোগ করেন। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।’
সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ‘তারেক আজিজকে থানায় নিয়ে আসা হয়েছে।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।