সিবিএন:
কক্সবাজারের টেকনাফে দেশীয় তৈরি একনলা বন্দুক ও কিরিচ এবং ১ হাজার ৬৭৫ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র্যাব। শনিবার ভোর রাতে হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা থেকে এসব উদ্ধার করা হয়।
আটকরা হলেন- পশ্চিম লেদার আবুল খায়েরের ছেলে মো. মিজানুর রহমান (১৯) ও তার বোন মোছাম্মৎ কামরুনাহার এবং সদর ইউনিয়নের পুরাতন পল্লন পাড়ার সৈয়দুর রহমান প্রকাশ কালু মিয়ার ছেলে মো. হারুনুর রশিদ (২৪)।
র্যাব জানায়, আবুল খায়েরের বসতবাড়িতে কতিপয় দুষ্কৃতকারী মাদকদ্রব্য বেচাকেনা ও নাশকতার চেষ্টা করছে বলে র্যাবের কাছে তথ্য ছিল। সেই তথ্যে র্যাব সেখানে অভিযানে গেলে এক পর্যায়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যাবার চেষ্টা করে। তখন এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে ধাওয়া করে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর মো. মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।