মকবুল আহমেদ:
‘বাংলার মাটি দুর্জয় ঘাঁটি’
সে কথা জেনেছি আগে,
বড়োরা মজেছে বিত্তে ও বেসাতে
ছোটোরা রয়েছে জেগে।
প্রজাতন্ত্র লিখে রেখেছি
দেশের সংবিধানে,
স্বদেশ চলেছে রাজতন্ত্রের
একরোখা, ক্ষিপ্ত পক্ষ বাণে।
‘অন্ধ হলেও প্রলয় বন্ধ’
হয় নাকো তাতো জানি,
বহু আগে যিনি জানান দিয়েছেন
কবিদের কবি তিনি।
সতীর্থ ও স্বদেশ একাকার হয়ে
মিশেছে প্রেমে এক রেখায়,
প্রাণের মায়া তাই মিছে ও তুচ্ছ
তারুণ্য জেগেছে বাংলায়।
৩ রা আগস্ট, ২০১৮খ্রি.
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।