সংবাদদাতা:
এক মাদকাসক্ত বখাটে যুবকের অত্যাচারে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের বৃহত্তর রং মহল এলাকার জন জীবন বিষিয়ে ওঠেছে। বখাটে জহির উদ্দিন জীবন ডুলাহাজারার ৭, ৮ ও ৯ সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার নুর নেওয়াজ বেগমের পুত্র। অভিযোগ রয়েছে জীবন কখনো নিজকে সংবাদকর্মী, কখনো মহিলা মেম্বারের পুত্র, আবার কখনো বা এলাকার গ্যাং লিডার এবং স্ব-ঘোষিত ইয়াবা সেবনকারী পরিচয় দিয়ে বেপরোয়া চাঁদাবাজিতে মেতে উঠেছে। চাহিদার চাঁদা না দিলে এই জীবন তার ফেসবুক আইডি ব্যবহার করে এলাকার শিক্ষাবিদ, সমাজ সেবকদের নামে ইচ্ছেমতো মানহানিকর মন্তব্য করছে।
শুধু তাই নয়- ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারী বখাটে এই যুবক রাতের আঁধারে রং মহল এলাকায় অবৈধ অস্ত্র নিয়ে দলবল নিয়ে ঘোরাফেরা করছে। তার ভয়ে রং মহলের নিরীহ লোকজন পথ চলতেও ভয় পাচ্ছে।
এদিকে সন্ত্রাসী মাদকাসক্ত মেম্বার পুত্র জীবনকে ধরতে চকরিয়া থানা পুলিশ বেশ কবার নিষ্ফল অভিযান চালিয়েছে। ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই বখাটে যুবককে ধরে দিতে পারলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে ১ আগস্ট মাইকিং করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বখাটে জহির উদ্দিন জীবন নিজকে কক্সবাজার থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার প্রতিনিধি পরিচয় দিত।
ভুক্তভোগীরা বিষয়টি পত্রিকা কর্তৃপক্ষের নজরে আমলে সাথে সাথে পত্রিকায় সর্তক বিজ্ঞপ্তি দিয়ে বখাটে জীবনকে অস্বীকার করে।
স্থানীয় শিক্ষাবিদ সরওয়ার বিএসসি জানান, এখনো সন্ত্রাসী, বখাটে পলাতক জীবন তার ফেসবুক আইডি থেকে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে হত্যার হুমকি দিচ্ছে। তার কারণে অনেক মানুষ হয়রানির শিকার।
এলাকার সচেতন মহল জহির উদ্দিন জীবনকে দ্রুত আটক করে আইনের হাতে সোপর্দ করার জন্য পুলিশ প্রশাসন ও র্যাবের কাছে আবেদন জানিয়েছেন।
অভিযুক্ত জহির উদ্দিন জীবনের বক্তব্য জানতে বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি।
বখাটে জীবনের অত্যাচারে অতীষ্ঠ সাধারণ মানুষ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।