বিশেষ সংবাদদাতা:
মহেশখালী উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভাতেই পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানের হটটক হয়েছে বলে জানা গেছে। সভা চলাকালে উপজেলা চেয়ারম্যান হোসাইন ইব্রাহিমকে প্রকাশ্যে গালিগালিজ করে শাসালেন পৌরসভার মেয়র মকসুদ মিয়া। প্রথমে হলরুমে পরে মাঠেও কথা কাটাকাটি হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। -জানালেন প্রত্যক্ষদর্শীরা।
উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার দু’জনেই স্থানীয় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা হওয়ার কারণে যে কোন মুহুর্তে সংঘর্ষের আশংকা করছে স্থানীয়রা।
৩১ জুলাই সকাল ১০টায় মহেশখালী উপজেলার পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা ছিল। বৈঠকে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার মেয়রসহ বিভিন্ন ইউপির চেয়ারম্যান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় উপজেলা চেয়ারম্যান হোসাইন ইব্রাহিম বক্তব্য রাখার সময় হঠাৎ করে পৌরসভার মেয়র মকসুদ মিয়া বক্তব্য থামানোর জন্য চিৎকার করে কথা বলতে থাকেন।
তিনি উপজেলা চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন, তুমার কে কথা এখানে কে শুনবে? তুমি কিসের আওয়ামী লীগ নেতা? আমরাই এখানে সব। তুমি এখান থেকে চলে যাও।
এছাড়া আরো অনেক আজে বাজে মন্তব্য করেন বলে জানান উপস্থিত অনেকে।
পরে উপজেলা চেয়ারম্যান হোসাইন ইব্রাহিম তাকে কেন এ ধরনের কথা বলা হচ্ছে? আর আমি উপজেলা চেয়ারম্যান। এখানে আমি বক্তব্য রাখান অধিকার আছে। দুইজনের এমন চরম উত্তেজনামুলক কথাবার্তার কারণে সভা পন্ড হয়ে যায়। পরে বাইরে গিয়েও দুইজনে বাকবিতন্ডায় হয়।
এব্যাপারে উপজেলা চেয়ারম্যান হোসাইন ইব্রাহিম বলেন, পৌর মেয়রের এমন আচরন খুব দুঃখজনক। আমার মতে এখানে অন্যকোন প্রভাবশালীদের ইন্দন আছে।
পৌর মেয়র মকসুদ মিয়া বলেন, আমি ন্যায় সঙ্গত ভাবে কিছু প্রস্তাব দিলে উনি ক্ষিপ্ত হয়ে উঠে। আমি কোন অন্যায় কথা বলিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম বলেন, এটা উনাদের ব্যাক্তিগত কোন সমস্যা হতে পারে। উপজেলা পরিষদের সভায় এমন আচরণ উচিত হয়নি।