মো: আবু সায়েম :
গত ৩০ জুলাই থেকে ১ আগষ্ট পর্যন্ত টেকনাফ মডেল থানার অভিযানে ২৭ হাজার পিস ইয়াবা সহ ১০ জনকে আটক করা হয়েছে। প্রাপ্ত তথ্যমতে, গত ৩০ জুলাই রাতে ৪ হাজার পিস ইয়াবা সহ ৪ জনকে আটক করা হয়। অভিযানের ধারাবাহিকতায় ১ আগষ্ট বিকেল ৫ টায় এস আই সাইদুল ইসলাম, এস আই শেখ সজীব, এস আই বোরহান উদ্দিন, ও এ এস আই ফয়েজের নেতৃত্বে ১টি চৌকস দল ইয়াবা ক্রয় বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা সহ আরো ৩ জনকে আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন টেকনাফ সদরের রাজার ছড়ার ফজল করিমের ছেলে মো: আয়াছ (২০) বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ১/১ এর লাল মিয়ার ছেলে হাসমত উল্লাহ (২১) টেকনাফ কচুবনিয়া সাকিনের মৃত হাবিবুর রহমানের ছেলে ছুরুত আলম (৩২) পুলিশের পৃথক অভিযানে সকাল ৫.৩০ ঘটিকায় হোয়াক্যাং লম্বা বিল এলাকায় ১ হাজার পিস ইয়াবা আরো ৩ জনকে আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন আব্দুর রহিম (২৪) পিতা-মৃত আব্দুল মালেক, সোহেল রানা (২১) পিতা-আলী হোসেন সাং-রঙ্গীখালী নামার পাড়া, পুরান পল্লান পাড়া সাকিনের আমিন ড্রাইভারের ছেলে আব্দুল জাবেদ (২৪)। আটককৃত আসামীর ব্যাপারে ওসি রনজিত বলেন: গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭টি মামলা এবং আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক কারবারীদের কঠিন হুশিয়ারি দিয়ে ওসি রনজিত বলেন মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।