শাহেদ মিজান, সিবিএন:
সোনাদিয়ার পূর্বপাড়া সাগর পয়েন্টে জেলেদের জালে একটি লাশ আটকা পড়েছে। বৃহস্পতিবার সকালে চরে আটকা লাশটি জেলেরা উদ্ধার করে কূলে তুলেছে। জেলেদের বরাত দিয়ে মহেশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর ছালামত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাগরে মাছ ধরতে যাওয়া তার পৌর ওয়ার্ডের জেলেদের জালে লাশটি আটকা পড়ে। পরে তারা লাশটি উদ্ধার করে কূলে তুলেছে। সেখান থেকে পুতু নামে এক জেলে ছালামত উল্লাহকে মোবাইলে খবরটি জানান।
জেলে পুতুর বরাত দিয়ে তিনি আরো জানান, লাশের গায়ে থাকা পোশাকের পকেটে তিনটি ডলার এবং ১০ হাজার টাকাসহ একটি কার্ড এবং কিছু কাগজপত্র দেখতে পাওয়া যায়। কিন্তু জেলেরা লেখা পড়া না জানার কারণে সাথে থাকা কাগজপত্র পড়তে পারেনি। তবে সাথে থাকা কার্ডটিতে ০১৭১৩২৫৭৬৬৬ একটি মোবাইল নাম্বার রয়েছে। ওই নাম্বারে কল দিলে ওই নাম্বারের লোকটি ঢাকায় জাতিসংঘের কর্মকর্তা বলে জানান।
লাশটি সকাল ১১টা পর্যন্ত সোনাদিয়ার চরের মাছ ব্যবসায়ী মহেশখালী পৌসভার পুটিবিলা এলাকার নুর মোহাম্মদের তত্ত্বাবধানে রয়েছে। বিষয়টি মহেশখালী থানা পুলিশকে জানিয়েছেন কাউন্সিলর ছালামত উল্লাহ।
এ ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের বক্তব্য পাওয়া যায়নি।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম জানিয়েছেন, তিনিও এখন পর্যন্ত লাশ উদ্ধারের খবর পাননি। তিনি খোঁজ নিচ্ছেন বলে জানান।
উল্লেখ্য, কক্সবাজারে নিয়োজিত সোলিমান মুলাটা নামে জাতিসংঘের কর্মকর্তা এক ইথোপিয়ার নাগরিক গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর সুরক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। সোলিমান মুলাটা কক্সবাজারের কলাতলিতে মেঘালয় নামের একটি আবাসিক হোটেলে থাকতেন। সোমবার সকালে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য বের হয়ে তিনি আর ফিরে আসেননি।
অন্যদিকে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে রাফসান ফয়সাল নামে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর এক ছাত্র নিখোঁজ রয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে এই ঘটনা ঘটে। নিখোঁজ রাফসান ফয়সাল (২১) ঢাকার ইউল্যাব ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২য় বর্ষের ছাত্র।