পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় ৩শ গ্রাম গাঁজা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মুজিবুর রহমানকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩০জুলাই) রাত ৮টার দিকে উপজেলা সদরের গোয়াখালী মিঠাবেপারি পাড়া এলাকা থেকে পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) আশিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করেন। সে একই এলাকার দানু মিয়ার ছেলে।

আটকের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল মুজিবুর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার রাতে ৩শ গ্রাম গাঁজা সহ তাকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।