চট্টগ্রাম ব্যুরোঃ
অাধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ সময় সংঘর্ষে ৬জন অাহত হওয়ার খবর পাওয়া গেছে ।
আহতরা হলেন জুবায়ের, শাহাদাত হোসেন, , আজিজুল হক, জুম্মন, ইমাম ও বখতিয়ার।
সোমবার (৩০ জুলাই) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ অামানত এবং এএফ রহমান হলে সংঘর্ষের সূত্রপাত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অাধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের বিলুপ্ত কমিটির বিজয় গ্রুপ ও সিএফসির গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
এসময় বিজয় গ্রুপের ছাত্রলীগের কর্মীরা এএফ রহমান হলে ও সিএফসির কর্মীরা শাহ অামানত হলে অবস্থান নেন।
পরে উভয় গ্রুপই একে অপরকে ইটপাটকেল ছুড়ে মারে। এসময় ৬জন অাহত হন। অাহতদের মধ্যে ২জনকে চবি মেডিকেলে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে এমনটি জানান।