নিজস্ব প্রতিবেদক:
মাদক ব্যবসায় বাধা দেয়ায় মাদক ব্যবসায়ীরাই মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পশ্চিম হরিয়ারছড়া গ্রামের মৃত নুরুল হকের পুত্র মোঃ নেছারকে (৩৪) খুন করেছে। ২৪ জুলাই শাপলাপুরে ঢলের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ। এই ঘটনায় শাপলাপুর শাপলাপুর পশ্চিম মগপাড়ার চার মগকে আসামী করে থানায় এজাহার জমা দেয়া হয়েছে।

আসামীর হলো- সেলারি মং (৫৫), পিতা- মৃত ছেলামে মং, উলা মং (৫০), পিতা- মাইয়া মং, মৃত মাইয়া মং, ইয়াং মং, পিতা- লোংকা মং ও থাইমো মং, পিতা- লোংকা মং।

বাদি নিহত মোঃ নেছারের ভাই জিয়াউল হক জানান, আসামীর সবাই মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী। সামাজিক পরিবেশ নষ্ট হওয়ায় বিভিন্ন সময় তাদের মাদক ব্যবসা ও সেবনে বাধা দিতেন নিহত মোঃ নেছার। এই কারণে বিভিন্ন সময় তাকে হুমকিও দিতো আসামীরা। বার বার বাধা দেয়ায় আসামীরা ক্ষিপ্ত হয়ে নেছারকে মেরে ফেলার পরিকল্পনা করে। তারই অংশ হিসেবে ২৪ জুলাই আসামীদের মদ বিক্রিতে বাধা গেলে আসামীরা সবাই লোহার রড পিটিয়ে হত্যা নেছারকে হত্যা করে। পরে লাশ ছড়ার পানিতে ভাসিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।