হাবিবুর রহমান সোহেল, নাইক্ষ্যংছড়ি:

কক্সবাজার জেলার ঈদগড়ে পুলিশের বিশেষ অভিযানে সাজা প্রাপ্ত আসামী সহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত কাল ২৭জুলাই দিনে ও রাতে পৃথক ঈদগড় পুলিশ ক্যাম্পে দায়িত্বরত রামু থানার এএসআই মোরশেদের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ঈদগড়ে দায়িত্বপ্রাপ্ত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোরশেদ আলম জানান, গত ২৪ ঘন্টায় পরিচালিত এ বিশেষ অভিযানে ঈদগড়ের বিভিন্ন এলাকা   থেকে জিআর-২৬৫/১২,সিআর-১৩০/১৩,১৪০/১০,১৮৭/১২,৮২/১০,১৬৭/১০,১৩৬/১০ইং মামলার পলাতক আসামী গোলমেহের , হাসান আলী পিতা-আব্দু শুক্কুর সাং-চরপাড়া, রমজান আলী পিতা-এয়াকুব আলী সাং-বড়বিল সহ ৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত ও বিভিন্ন নিয়মিত মামলার আসামি রয়েছেন।