সিবিএন:
পাহাড়ের পাদদেশে বসবাস ও পাহাড় কাটার বিরুদ্ধে সরকারের পাশাপাশি সামাজিকভাবেও গণসচতেনতা তুলতে হবে। নাহয়, পাহাড় ধ্বসে মৃত্যু, পাহাড় কাটার কুফল ও পরিবেশের ভারসাম্যের মারাত্মকভাবে ক্ষতি হওয়ার আশংকা রয়েছে। এজন্য বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম – খতিব, শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সকলকে একযোগে দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
গত ২৫ জুলাই শহরের বাচাঁমিয়ার ঘোনায় আবু বকর সিদ্দিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র কাফিয়া আকতার ও দ্বিতীয় শ্রেণির ছাত্র আবদুল হাইসহ একই দম্পতির ৪সন্তানের মর্মান্তিক মৃত্যুতে ৩দিন ব্যাপী শোক কর্মসূচির শেষদিনে আজ ২৮ জুলাই শনিবার বিদ্যালয়ে অনুষ্ঠিত শোকসভায় বক্তারা উপরোক্ত কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এড. মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত শোকসভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন পৌরসভার ৭ নং ওয়ার্ডে তৃতীয়বার নির্বাচিত কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ ও স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহেনা বেগম। বিদ্যালয়ের শিক্ষিকা সুজানা করের সঞ্চলনায় সভায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সেলিম ওয়াজেদ, আবদুস সালাম মেম্বার, দক্ষিণ রুমালিয়ার ছরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সলিম উল্লাহ জেহেদী প্রমুখ। সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা আজিজুল হক সিদ্দিকী।