পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় ইয়াবা বিক্রিকালে আব্দুল্লাহ আল মামুন প্রকাশ মানিক (৪২)নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী পেকুয়া সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়া এলাকার আবু ছিদ্দিকের ছেলে।
শুক্রবার (২৭জুলাই) সকাল ৭টার দিকে উপজেলা সদরের চৌমুহনী স্টেশন এলাকা থেকে পেকুয়া থানার উপ পরিদর্শক(এসআই) আশিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করেন।
পেকুয়া থানার উপ পরিদর্শক(এসআই) আশিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রি কালে বিক্রেতা মানিককে আটক করা হয়েছে। এসময় তার দেহ তল্লাশি করে ৩০পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত নামের ক্রেতা পালিয়ে যায়।
আটকের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান ধারাবাহিক অভিযানে ইয়াবা বিক্রেতা মানিককে আটক করা হয়েছে। আটক ইয়াবা বিক্রেতা ও পলাতক অজ্ঞাত ক্রেতার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।