শাহিদ মোস্তফা শাহিদ,কক্সবাজার সদর :

কক্সবাজার সদরের চৌফলদন্ডী ৮নং ওয়ার্ডে শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে উপ-নির্বাচন।সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন। উপ নির্বাচনে অংশ নিয়েছিল ৩ প্রার্থী। আইনশৃংখলাবাহিনীর সদস্যরা ছিল কড়া নজরদারীতে।২৫ জুলাই প্রচুর বৃষ্টিপাতের মধ্যেও সকাল ৮ থেকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে গিয়েছিল।এদিকে ১ম বারের মত বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হন ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি কুতুব উদ্দীন রাজু তার প্রতীক বৈদ্যতিক পাকা তিনি পেয়েছেন ৭২৯ ভোট,
নিকটতম প্রতিদ্বন্দ্বী এহছানুল হক তার প্রতীক ফুটবল তিনি পেয়েছে ৫০৬ ভোট,আবদু শুক্কুর মোরগ প্রতিকে পেয়েছে ৩ ভোট।নির্বাচন শেষে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার বেসরকারি ভাবে ফলাফল ঘোষনা করেন।।আইনশৃংখলার দায়িত্বে থাকা ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানায়,শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ হয়েছে।কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।পুলিশ, আনসার,ব্যাটালিয়নের পর্যাপ্ত পরিমান সদস্য মোতায়েন ছিল। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৭৯৮।তৎমধ্যে পুরুষ ৮৩৮, নারী ৯৬০ জন।নতুন মহাল, ঘোনা পাড়া,বোয়ালীয়া পাড়া নিয়ে গঠিত এ ওয়ার্ড। উল্লেখ্য,চলিত বছরে ২৫ ফেব্রুয়ারী অত্র ওয়ার্ডের চার বারের মেম্বার ফরিদুল আলম মৃত্যু বরন করলে আসনটি শূন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন।তার আসনেই আপন ছোট ভাই কুতুব উদ্দীন রাজু মেম্বার নির্বাচিত হয়।নির্বাচন চলাকালীন দায়িত্বপ্রাপ্তদের সার্বিক ভাবে সহযোগিতা করেন ইউপি চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল ও পরিষদের অপরাপর সদস্যা সদস্যরা।