বান্দরবান প্রতিনিধি :

টানা বৃষ্টিতে বান্দরবান শহরের বালাঘাটা এলাকার স্বর্ণ ম‌ন্দির পুল পাড়া বেইলী সেতু পা‌নি‌তে ডু‌বে যাওয়ায় বান্দরবান –রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে । এবং সাঙ্গু ও মাতামুহুরী দুটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে বান্দরবান’সহ আশপাশের এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

অপরদিকে সাঙ্গু ও মাতামুহুরী দুটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী হতদরিদ্র মানুষেরা নিরাপদ আশ্রয়ে সরে গেছে। পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় ঝুকিপুর্ণ বসতি ছেড়ে লোকজনদের নিরাপদ স্থানে সরে যেতে জেলা প্রশাসক ও পৌরসভা মাইকিং করা হচ্ছে।

এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন বলেন, ‘পাহাড় ধসের কারণে বান্দরবান-রুমা সড়ক এবং বেইলি ব্রিজ ডুবে যাওয়ার কারণে বান্দরবান-রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার খবর শুনেছি। উভয় সড়কেই সংস্কার কাজ চলছে। আগামী শুষ্ক মৌসুমে এর কাজ শেষ হয়ে গেলে এ সমস্যা আর থাকবে না।