জহির খন্দকার, ঈদগড়:
অবশেষে সর্বনাশী নদী ২১দিন পর ফিরিয়ে দিল রামু উপজেলার ঈদগড় বার্মাপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র হাবিব উল্লাহ লাশ ।আজ মঙ্গলবার কক্সবাজাার সদর থানার ঈদগাঁও ভোমরিয়াঘোনা এলাকার নদীর তীরে গলিত এক যুবকের লাশ দেখে এলাকাবাসী স্থানীয় পুলিশকে খবর দেয় এবং পুলিশের নির্দেশে নদী থেকে লাশ তুলে নেয়। যাচাই বাচাই করে নিশ্চিত হওয়া গোছে লাশটি রামু ঈদগড় বড়বিল বার্মাপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র হাবিব উল্লাহ (৩২)।
জানা যায় গত ৪ জুলাই দুপুর ১ টায় বার্মাপাড়া এলাকার নদী পারাপারের সময় উক্ত হাবিব উল্লাহ নিখোঁজ হয়ে যায়। আত্বীয় স্বজনেরা অনেক খুঁজাখুঁজি করে ও তখন হাবিব উল্লাহ কোন সন্দান পাইনি।আজ দুপুর ১২ টায় ঈদগাঁও ভোমরিয়াঘোন এলাকার নদীর পারে একটি গলিত লাশ দেখতে পাই এলাকাবাসী।বিষয়টি হাবিব উল্লাহ আত্বীয়স্বজনেরা জানতে পেরে ছুটে যায় নদীর পারে। গিয়ে উব্দারকৃত যুবকের গলিত লাশ হাবিব উল্লাহ গায়ের কাল গেন্জি দেখে সনাত্ব করে।নিহত হাবিব উল্লাহ বোন জামাই নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছে।লাশ দাপনের জন্য নিজ গ্রামে নেওয়ার প্রক্রিয়া চলছে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।