প্রেস বিজ্ঞপ্তিঃ

রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গর্জনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মওলা
চৌধুীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি 
বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক
 শামীম আরা স্বপ্না। 
এক যৌথ প্রতিবাদ বার্তায় তাঁরা  বলেন, সরকার বিএনপিকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে 
রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে দমন নিপীড়ণ ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। গোলাম মওলা চৌধুরী একটি 
সম্ভ্রান্ত পরিবারের সন্তান তার সাথে মানব পাচারের দূরতম কোন সম্পর্ক নেই। যা সম্পূর্ণ পরিকল্পিত ও 
সাজানো। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই তাকে আটক করা হয়েছে। নেতৃবৃন্দরা এঘটনার তীব্র নিন্দা ও
 প্রতিবাদ জানিয়ে অভিলম্ভে বিএনপি নেতা গোলাম মওলা চৌধুরীর মুক্তির দাবি জানান।