প্রেস বিজ্ঞপ্তি:
টাকা নয়,সৎ ও যোগ্য প্রার্থীদেখে ভোট দিন। ভোট আপনার নাগরিক অধিকার এবং প্রবিত্র আমানত সেটা মাথায় রেখে সর্বখেত্রে অধিকতর জনকল্যাণে নিবেদিত প্রার্থীকে নির্বাচিত করার আহবান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন,কক্সবাজার জেলা কমিটির নেতৃবৃন্ধ।
এক বিবৃতিতে নেতৃবৃন্ধ বলেন,২৫ জুলাই কক্সবাজার পৌরসভা নির্বাচনে নাগিরকদের মতামত যাতে প্রয়োগ করতে পারে সে জন্য সব ব্যবস্থা গ্রহন করতে হবে। নির্বাচন হচ্ছে উৎসব সেটা কখনো যেন আতংকের কারন না হয়। মানুষ যে সুন্দর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে নিজের অধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়ে সজাগ থাকার আহবান জানান সুজন কক্সবাজার জেলার সভাপতি প্রফেসর এম এ বারী ও সাধারণ সম্পাদক সাংবাদিক মাহাবুবুর রহমান।
একই সাথে ভোটারদের কোন ধরনের আবেগ বা আঞ্চলিকতার প্রভাবে আবেগ তাড়িত না হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দেওয়ার আহবান জানান তারা।