সিবিএন:
আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল (মাস্টার্স) মাদরাসা ভোটকেন্দ্র পরিবর্তন করা হয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের উপসচিব (নি.স.ওস.) মোঃ আব্দুল হালিম খানের সাক্ষরে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়।
১৫ জুলাই জারিকৃত গেজেট অনুযায়ী ৩৫ নং এই ভোটকেন্দ্রের পরিবর্তে নতুন ভোটকেন্দ্র হিসেবে কক্সবাজার কেজি এন্ড মডেল হাইস্কুল নির্ধারণ করা হয়েছে।
এই কেন্দ্রে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোট গ্রহণ হবে।
এছাড়াও আরো দুই ভোটকেন্দ্র প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ও প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) প্রশিক্ষণ শাখায় ইভিএমে ভোট হবে।
এ তিনটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৫৯০ জন। এর মধ্যে নারী ভোটার ২ হাজার ৫২১ জন। পুরুষ ভোটার ৩ হাজার ৬৯ জন। মোট বুথ সংখ্যা ১৫টি।
পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা জানান, ভোট গ্রহণের সুবিধা বিবেচনায় কেন্দ্রটি পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৮৯৫ জন। সেখানে পুরুষ ভোটার ১০১৭, নারী ভোটার ৮৭৮।
উল্লেখ্য, পৌরসভার ১২টি নির্বাচনী ওয়ার্ডে মোট ভোটকেন্দ্র সংখ্যা ৩৯টি।
কক্সবাজার পৌরসভা নির্বাচনে একটি ভোটকেন্দ্র পরিবর্তন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
