তাজুল ইসলাম পলাশ, চট্টগ্রাম :

নগরের আগ্রাবাদে সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটে ‘চট্টগ্রাম সফটওয়্যার টেকনোলজি পার্ক’ স্থাপনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সঙ্গে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের এমওইউ (সমঝোতা স্মারক চুক্তি) সই হয়েছে। আজ বুধবার (১৮ জুলাই) সকালে নগরের পাঁচতারকা হোটেল রেডিসন বু’তে চুক্তি সই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে চসিকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হোসেনে আরা বেগম এমওইউতে স্বাক্ষর করেন।

মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নগরের আগ্রাবাদে সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটে ‘চট্টগ্রামে টেকনোলজি পার্ক’ নির্মিত হলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বর্তমান ৫ তলা বিশিষ্ট সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটকে ১১ তলায় উন্নীত করে সেখানে আইটি পার্ক নির্মাণ করা হবে। প্রায় ১ লাখ বর্গফুটের এ আইটি পার্কে অত্যধুনিক তত্ত্ব-প্রযুক্তির পাশাপাশি থাকবে আধুনিক সুযোগ-সুবিধা।

বাংলাদেশ হাই-টেক পার্কের কর্মকর্তারা জানান, অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ছয় থেকে ১১ তলা পর্যন্ত নির্মিতব্য এ সফটওয়্যার টেকনোলজি পার্কটিতে প্রায় ১ লাখ বর্গফুট স্পেস তৈরি হবে। পার্কটির নির্মাণ কাজ শেষ হবে ২০১৯ সালের নভেম্বরে। আইটি/আইটিইএস শিল্পের বিকাশ, দেশিয় শিল্প উদ্যোক্তাদের সক্ষতা বৃদ্ধি, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আর্থ সামাজিক সমৃদ্দি অর্জনের ক্ষেত্রে এ সফটওয়্যার টেকনোলজি পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী একেএম ফজলুলাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হানিফ সিদ্দিকী, বাংলাদেশ হাইটেক পার্ক প্রকল্প পরিচালক আজিজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

তাজুল ইসলাম পলাশ, চট্টগ্রাম ব্যুরো