খালেদ হোসেন টাপু,রামু
মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে সারাদেশের মত কক্সবাজারের রামুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকালে রামু কলেজে বৃক্ষরোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বুধবার (১৮ জুলাই) রামু কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনোত্তর আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামু উপজেলা নির্বাহী অফিসার মো. লুৎফুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আলী হোসেন, রামু মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল হক, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মিজানুর রহমান, রামু কলেজ অধ্যক্ষ আবদুল হক, সহকারী বন সংরক্ষক (উত্তর) মো. বেলায়েত হোসেন, বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী, রামু কলেজের সহকারী অধ্যাপক সাহাব উদ্দীন, ছলিম উল্লাহ নিজামুল হক, আবু তাহের, প্রণতি দাশ গুপ্তা, ইজ্জত উল্লাহ, মাহমুদুল হাসান তৌহিদ, প্রভাষক হুমাইরা আকতার, জেসমিন আকতার, শিল্পী রানী শর্মা, সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, নীতিশ বড়–য়া, প্রদর্শক মানসী বড়–য়া, জেসমিন নুরী, ববিতা বড়–য়া, সাংবাদিক খালেদ হোসেন টাপু, রেঞ্জ কর্মকর্তা ঈদগড় এমদাদুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি চাই থোয়াইহলা চৌধুরী । উদ্বোধনী অনুষ্ঠানে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।
রামু কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, বর্তমান সরকার পরিবেশ বান্ধব। বৃক্ষ মানুষের জীবন-বান্ধব সম্পদ। জীবিকার জন্য গাছ এবং জীবনের জন্যেও গাছের প্রয়োজনীয়তা অপরিসীম। বর্তমান সরকার পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিবছরই বৃক্ষরোপণের নানা কর্মসূচি পালন করে যাচ্ছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্যোগ নিয়েছে। এতে একদিকে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি পরিবেশ ও প্রতিবেশ রক্ষায়ও ব্যাপক ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, শহীদদের সম্মানার্থে ৩০ লক্ষ গাছের চারা লাগানোর কর্মসূচি হাতে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিরল কৃতিত্ব গড়েছেন। বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা কোন সরকার প্রধান কখনোই করতে পারেনি। যা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামীলীগ সরকারের দ্বারা সম্ভব হয়েছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই।
এদিকে রামু উপজেলা নির্বাহী অফিসার মো. লুৎফুর রহমান বলেন, ৩০ লক্ষ শহীদদের স্মরণে রামুতে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ হাজার চারা রোপণ করা হয়েছে।