সংবাদ বিজ্ঞপ্তি :

আওয়ামী লীগ তথা সরকারী দল মনোনিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী জননেতা মুজিবুর রহমান চেয়ারম্যান কক্সবাজার পৌরসভার বিভিন্ন এলাকায় অব্যাহতভাবে গণসংযোগ করছেন। শুক্রবার জুমার নামাজের পর থেকে টেকপাড়া, পেশকার পাড়া, ডিককুল, হাঙ্গর পাড়া, জনতা সড়কসহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি। বিভিন্ন স্থানে কয়েকটি পথসভাও অনুষ্ঠিত হয়। এসময় দলমত নির্বিশেষে নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়ে চারবারের সাবেক জনপ্রিয় পৌর চেয়ারম্যান জননেতা নুরুল আবছার বলেন, “বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যটন নগরী কক্সবাজারকে খুব ভালবাসেন। সমুদ্র শহরের প্রতি তাঁর অশেষ আন্তরিকতাও রয়েছে। তাই তাঁর সরকারের চলমান উন্নয়নকে এগিয়ে নিতে জননেতা মুজিব ভাইকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আসুন আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে মুজিবুর রহমানকে পৌর পিতা হিসেবে নির্বাচিত করি। তবেই গুরুত্বপূর্ণ এই পৌরসভাটি দখল, দুষন ও জলাবদ্ধতামুক্ত একটি আধুনিক পরিচ্ছন্ন পৌরসভায় রূপান্তরিত হবে।”

পথ সভায় অবহেলীত পৌর এলাকার সর্বত্র বিরাজমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পাশাপাশি পৌরবাসীর নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন জননেতা মুজিবুর রহমান।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, যুগ্ম সম্পাদক মাহবুবুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদ, পৌর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, শিক্ষাবীদ ছৈয়দ আহমদ, মুক্তিযোদ্ধা আবদুল ওয়ারেস, আমির হোসেন সওদাগর, গোলাম মওলা বাবুল, আবদুল খালেক, সুরুত আলম, মোহাম্মদ হোসাইন বিএ, হাজী ফরিদুল আলম, আহমেদুল হক কোম্পানী, এডভোকেট অরূপ বড়–য়া তপু, এমএ মনজুর, ইউনুছ বাঙ্গালী, বদরুল হাসান মিল্কী, আমিনুল হক চৌধুরী, ব্যাংকার খোরশেদ আলম, এডভোকেট জিয়াউদ্দিন আহমদ, রফিক আহমদ, শাহনেওয়াজ চৌধুরী, শফিউল আলম শফি, ফখরুল ইসলাম, রাশেদুল হক চৌধুরী, নুরুল ইসলাম নুরু, আবদুল মালেক, আবু তাহের আজাদ, রাশেদ খান বাদশা, আবুল কাশেম, বজল করিম, আজহারুল ইসলাম, মোহাম্মদ আলম, শওকত আলী, আবু আহমেদ, মুহিবুল্লাহ, সরওয়ার করিম, নুরুল আবছার, আবদুস সাত্তার, নজরুল ইসলাম, মোহাম্মদ কামাল, নুরুল ইসলাম বাদশা, মোবারক, আবুল কাশেম ভান্ডারী, শহীদুল ইসলাম, আজিম সওদাগর, যুবলীগ নেতা ফয়সাল, ছাত্রলীগ নেতা ওয়াসিফ কবির, রব নেওয়াজ ভুট্টো, শাহনিয়াজ, আবছার কামাল, দেলোয়ার হোসেন, কামরুল হাসান, রিয়াজ উদ্দিন আহমদ।

এদিকে রাতে ডিককুল এলাকায় জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় নৌকার প্রার্থী মুজিবুর রহমান ছাড়াও জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার ও সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারীসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।