সিবিএন:

হৃদরোগে আক্রান্ত হয়ে কক্সবাজার কারাগারে মো. জাফর (৪৫) নামের এক হাজতীর মৃত্যু হয়েছে।  বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায়  তিনি মারা যান।  মো. জাফর মহেশখালির লম্বারঘোনার মাইজপাড়ার মো, রশিদ আহমদের ছেলে।
কারাগার সূত্র জানায়, চলতি বছরের মার্চ মাস থেকে একটি অস্ত্র ও একটি মাদক মামলার আসামী হিসেবে কারাগারে ছিল জাফর। বুধবার সন্ধ্যায় তিনি হঠাৎ স্ট্রোক করে মারা যায়।
কক্সবাজার কারাগারের সুপার বজলুর রশিদ বলেন, মো জাফরের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠােনো হয়েছে। পাশাপাশি মহেশখালি পুলিশকে অবহিত করা হয়েছে স্বজনদের খবর দেওয়ার জন্য।