প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কক্সবাজার জেলা কমিটির সদস্য কমরেড সাধন সরকার আর নেই। তিনি (৬ জুলাই) দিবাগত রাত ১.৫০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেন।

৭০’র দশকে ছাত্র ইউনিয়নের কর্মী হিসেবে সরকারের রাজনৈতিক জীবন শুরু হয়। পরে কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেন। ৪ দশক ধরে তিনি কমিউনিস্ট রাজনীতির সাথে জড়িত ছিলেন। নিলোর্ভ, নিরঅংকার এই মানুষটি আজীবন সাম্যবাদে বিশ্বাসী ছিলেন সাধন সরকার। বয়স ছিল ৬১ বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান সাধন সরকার।

সাধন সরকারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

কমিউনিস্ট পার্টি, কক্সবাজার

কমরেড সাধন সরকারের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা কমিটির সভাপতি কমরেড দীলিপ দাশ, সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন আহমেদ। কমিউনিস্ট পার্টি, সদর শাখা কমরেড সাধন সরকারের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পার্টির সদর শাখার সম্পাদক স্বপন রায় চৌধুরী, সহ সম্পাদক অভিজিৎ পাল কাজল।

কমিউনিস্ট পার্টি, রামু শাখা:

কমরেড সাধন সরকারের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, পার্টির রামু শাখার সম্পাদক দীপক বড়ুয়া।

ছাত্র ইউনিয়ন, কক্সবাজার জেলা

কমরেড সাধন সরকারের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সভাপতি অর্পণ বড়ুয়া, সাধারণ সম্পাদক পাভেল দাশ।

সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজার জেলা

কমরেড সাধন সরকারের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন ও সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম।

সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা শাখা

কমরেড সাধন সরকারের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা শাখার প্রধান সমন্বয়ক খোরশেদ আলম, সমন্বয়ক মনির মোবারক।