এম.মনছুর আলম,চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে যাওয়া কোনাখালী ইউনিয়নস্থ পুরিত্যাখালী এলাকার নিহত শিশু আরমানের পরিবারকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত স্বজনকে উপজেলা প্রশাসনের পক্ষথেকে নগদ টাকা ও ঢেউটিন অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৫জুলাই) সকালের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান ক্ষতিগ্রস্ত স্বজনকে এ অনুদান প্রদান করেছে। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, টানা কয়েকদিনের ভারি বর্ষনের কারণে মাতামুহুরী নদীতে নেমে আসে পাহাড়ি ঢলের পানি।ওই ঢলের পানি লোকালয়ে প্রবেশ করে প্লাবিত হয় কোনাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা।বুধবার সকালের দিকে কোনাখালীস্থ পুরিত্যাখালীতে ঢলের পানি ঢুকলে এ সময় আরমান নামের এক শিশু পানিতে নামলে ঢলের পানির প্রবল স্রোতে ভেসে যায়।বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিহত শিশুর লাশটি ১দিন পর পাওয়া যায়। ঢলের পানি শিশু নিহত হওয়ার ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ওই এলাকায় পরিদর্শনে যান চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবলী নোমান নিহত শিশু পরিবার ও তার স্বজনকে সান্তনা দেন। ইউএনও এ সময় ক্ষতিগ্রস্ত স্বজনকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তার আওতায় প্রশাসনের পক্ষথেকে তাৎক্ষণিক নিহত শিশুর পরিবারের মাঝে নগদ ৬০০০/- টাকা ও ২ বান্ডিল ঢেউটিন প্রদান করেন।