মো. নাসির উদ্দিন:
দেখতে তিনি সুপুরুষ মিস্টি কথার মানুষ
সারাজীবন উড়িয়ে গেলেন মানবতার ফানুস।
প্রাণে ভরা প্রাণের মানুষ কন্ঠ ভারি মিস্টি
করলে শুরু থামতনা আর চলত কথার বৃষ্টি।
আবৃত্তিতে দরাজ গলা গানে সুরের যাদু
জ্বালিয়ে গেছেন জ্ঞানের অালো তিনি শিক্ষক সাধু।
এত কথা এত প্রাণ কোথায় তিনি পেলেন
প্রাণের মায়ায় সবার মনে দোলা দিয়ে গেলেন।
কেউ বুঝেনি হঠাৎ তাহার হিসেব সাঙ্গ হবে
আর ক’টাদিন পেতেন যদি সুখের কলরবে।
এমনিভাবে সবাইকে হায় চলে যেতে হয়
এ সংসারতো তাসের ঘর কেউ যে অমর নয়।

প্রয়াত শিক্ষবিদ রাজ বিহারী চৌধুরী স্মরণে
(মৃত্যু- ১ জুলাই ২০১৮)